Header Ads

Header ADS

 


পিপল পার আওয়ার বা পিপিএইচ যুক্তরাজ্যভিত্তিক একটি জনপ্রিয় অনলাইন (peopleperhour) মার্কেটপ্লেস। 

পিপল-পার-আওয়ার একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে স্বাধীন ব্যবসাসমূহ (যারা বায়ার নামে পরিচিত) রীতিমতো ফ্রিল্যান্সারের সমুদ্র থেকে নিজেদের কাজের জন্য ফ্রিল্যান্সার খুঁজে নেন। কপিরাইটিং থেকে শুরু করে লোগো ডিজাইন, আর্টিকেল রাইটিং থেকে শুরু করে ওয়েব ডেভলপমেন্ট পর্যন্ত, প্রায় যেকোনো ধরনের সেবা প্রদান করেন পিপলপারআওয়ার এর ফ্রিল্যান্সারগণ।

অর্থাৎ ফ্রিল্যান্সার ও বায়ারদের কানেক্ট করার একটি ওয়ান-স্টপ নেটওয়ার্ক হলো পিপল পার আওয়ার। আপওয়ার্ক, ফাইভার এর পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে দিনদিন পিপলপারআওয়ার এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।


পিপলপারআওয়ার ওয়েবসাইটের কাজের ক্যাটাগরিসমূহ হলোঃ

টেকনোলজি ও প্রোগ্রামিং

রাইটিং ও ট্রান্সলেশন

ডিজাইন

ডিজিটাল মার্কেটিং

ভিডিও, ফটো ও ইমেইজ

বিজনেস

মিউজিক ও অডিও

মার্কেটিং ব্র‍্যান্ডিং ও সেলস

সোশ্যাল মিডিয়া

No comments

Powered by Blogger.