কৃষকের প্রতি বার্তা
💡 কৃষকের প্রতি বার্তা
১৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেও,
১৮০ টাকা কেজি দরে সয়াবিন তেল কিনতে হয়—
কৃষক, ভাবো তো, তোমার এ দুর্দশার দায় আসলে কার?
সরকার? শহুরে আমলারা?
না কি সেই ব্যবস্থা, যেখানে তুমি নিজের শক্তি খুঁজে পাওনি?
👉 তাই বলি—
নিজের প্রয়োজন নিজেই মেটাও।
তোমার ৫ বিঘা জমি থাকলে, অন্তত ৫ শতক সরিষা চাষ করো,
তাহলেই নিজের তেলের চাহিদা মিটবে।
ফার্মের মুরগি কেনা বন্ধ করো।
তোমার মাঠের ২ শতক জমি উন্মুক্ত রাখো ছাগল ও দেশি মুরগির জন্য,
তাহলেই প্রতিদিনের পুষ্টি তোমার হাতেই থাকবে।
ভূগর্ভস্থ আয়রণ পানি তুলতে বিদ্যুতের পেছনে মোটা টাকা খরচ কোরো না।
পাশেই একটি ছোট পুকুর খনন করো,
সেখানে মাছ চাষ করো, দেশি হাঁস ছেড়ে দাও,
আর সেই পুকুরের জল দিয়েই জমি সেচ দাও।
🌾 মনে রেখো—
যখন তোমার কষ্ট দেশের সরকার বা শহুরে আমলারা বুঝবে না,
তখন তোমাকেই তোমার জন্য যথেষ্ট হয়ে উঠতে হবে।
তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো,
তাহলেই আর কেউ তোমাকে শোষণ করতে পারবে না।

No comments