তুমি যা পার, তাই করো
তুমি যা পার, তাই করো।
অপেক্ষা করতে করতে জীবন থেমে থাকে না।
বড় সুযোগ আসবে ভেবে বসে থাকলে, সময়ই হাতছাড়া হবে।
আজ তোমার হাতে যা আছে, সেটাই সবচেয়ে মূল্যবান।
ছোট কাজ থেকেই বড় যাত্রা শুরু হয়।
অসম্পূর্ণ পথেও এক পা ফেললেই এগোনো হয়।
যেখানে আছো, সেখান থেকেই শুরু করা যায়।
শুরু করতে বড় জায়গা লাগে না, লাগে সাহস।
যা কিছু আছে, তা-ই যথেষ্ট প্রমাণ করার জন্য।
শুধু এক ধাপ নাও, পথ আপনিই খুলে যাবে।
নিজেকে বিশ্বাস করো, এটাই প্রথম শক্তি।
চেষ্টার মধ্যেই সাফল্যের বীজ লুকিয়ে থাকে।
ব্যর্থতা মানে শিক্ষা, থেমে যাওয়া নয়।
শুরু করো, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও।
আজকের প্রচেষ্টা-ই আগামীর সাফল্যের বীজ।
No comments